Thursday, December 26, 2024

কাকরাইল মসজিদে সাদপন্থিদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ


সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাকরাইল মসজিদে সাদপন্থিদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে জুবায়েরপন্থিদের বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মাওলানা জুবায়ের অনুসারীদেরকে কোনো রকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এছাড়া, মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকেও একই দিন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রি যাপন) সহ সকল তাবলীগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সাদপন্থিদের হামলার পর তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত ও ৪০ জন আহত হয়।


শেয়ার করুন

Author:

FTN TV Online is an online based channel.

0 comments: