Wednesday, December 25, 2024

ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখান করে পদবঞ্চিতদের বিক্ষোভ


ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ করছে পদবঞ্চিতরা। এ সময় কমিটির সদস্যদের অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

বুধবার (২৫ ডিসেম্বর) ক্যাম্পাস বন্ধ থাকলেও সকাল থেকে কলেজের বিজয় চত্বরে জড়ো হতে থাকেন পদবঞ্চিতরা। বিক্ষোভ মিছিল করেন ক্যাম্পাস জুড়ে। পরে আধা ঘণ্টা ধরে ঢাকা কলেজের সামনের মিরপুর সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।

এ সময় ছাত্রদল সভাপতির কুশপুত্তলিকা দাহ করা হয়। তাদের অভিযোগ, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের নিজেদের লোক দিয়ে কমিটি করেছেন। যারা বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী কোনো আন্দোলন সংগ্রামে ছিল না বলে অভিযোগ করেন তারা। কমিটিতে ছাত্রলীগের অনেককে স্থান দেয়া হয়েছে বলেও অভিযোগ তাদের।

এর আগে, মঙ্গলবার দুপুরে ৩৬ সদস্যের কমিটি ঘোষণার পরপরই ক্যাম্পাসে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাতে পদবঞ্চিতরা বিক্ষোভ করলে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।


শেয়ার করুন

Author:

FTN TV Online is an online based channel.

0 comments: