Sunday, December 22, 2024

ছাত্র-জনতার নিরাপত্তা ও গুপ্তহত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম


জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছাত্র জনতার নিরাপত্তা ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুপ্তহত্যা ও বিভিন্ন হামলার বিচার না হলে ৪৮ ঘন্টা পর ঢাকা ব্লকেডের মত কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

আজ রোববার (২২ ডিসেম্বর) বিকেলে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরির কাছে ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করে শিক্ষার্থীরা।

হত্যাকাণ্ডের যোগসূত্র বের করতে তদন্ত কমিশন গঠন, প্রতি থানা-ওয়ার্ডে নিরাপত্তা জোরদার, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় নেতাদের নির্মূল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে টাস্কফোর্স গঠনসহ চার দফা দাবি জানান তারা।

পরে প্রেস ব্রিফিংয়ে তারা বলেন, তদন্ত কমিশন গঠনের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন। ৪৮ ঘন্টার মধ্যে দাবি পূরন না হলে কঠের কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।


শেয়ার করুন

Author:

FTN TV Online is an online based channel.

0 comments: