Thursday, December 19, 2024

কেরাণীগঞ্জে ব্যাংকে ডাকাতের হানা, জিম্মি কর্মকর্তা-গ্রাহকরা


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় একদল ডাকাত হানা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা দুইটার দিকে সেখানে ডাকাতদল হানা দেয়।

ভবনটির দ্বিতীয় তলায় ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ডাকাতদের উপস্থিতি টের পায়। তখন ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। খবর পেয়ে র‍্যাব–পুলিশ উপস্থিত হয়ে ব্যাংকটি ঘিরে রেখেছে।

ডাকাতরা ব্যাংকটিতে কর্মকর্তা-গ্রাহকদের জিম্মি করে রেখেছে বলে জানা গেছে। পুলিশ বলছে, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে। ডাকাত হানা দেয়ার খবরে ব্যাংকের আশপাশে ভিড় জমিয়েছেন লোকজনও।


শেয়ার করুন

Author:

FTN TV Online is an online based channel.

0 comments: